Khoborerchokh logo

গাজীপুরের টঙ্গীতে কমিউনিটি পুলিশিং ডে সমাবেশ অনুষ্ঠিত 211 0

Khoborerchokh logo

গাজীপুরের টঙ্গীতে কমিউনিটি পুলিশিং ডে সমাবেশ অনুষ্ঠিত

 আলমগীর কবীর:
শনিবার ৩০ অক্টোবর ২০২১্ইং গাজীপুরের টঙ্গীতে টঙ্গী পাইলট স্কুল এন্ড-গালর্স কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে।“মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি”এই স্লোগানকে ধারণ করে শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বরকতুল্লাহ খান। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল,এমপি। অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের  কমিশনার খন্দকার লুৎফুল কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সামসুন নাহার ভূঁইয়া,গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, লতা হারবাল বিডি লিমিটেডের  চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম,গাজীপুর মহানগর কমিউনিটি পুলিশিং এর যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়াসহ গাজীপুর মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, যেকোনো মূল্যে সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, রাহাজানি,ছিনতাই, অপহরণ প্রতিরোধে গাজীপুরের পুলিশ সদা সচেষ্ট রয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com